নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের বারাদিতে অচেতন অবস্থায় এক ইজিবাইক চালককে উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে বারাদি বিএডিসি উদ্যান এলাকা থেকে তন্ময় হোসেন তুহিন (২৭) নামক ঐ ইজিবাইক চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তন্ময় হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ডুগডুগি গ্রামের সুলতান মল্লিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় তন্ময় হোসেন। পূর্বপরিচিত এক ব্যাক্তি মাইক্রোবাসের ড্রাইভিং শেখানোর প্রলভোন দেখিয়ে তাকে মাইক্রোবাসে তুলে জুস ও কেক খাওয়ায়ে অচেতন করে বারাদি এলাকায় ফেলে দিয়ে তন্ময়ের ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। ছিনতাইকারী পেশায় একজন ড্রাইভার বলে জানা গেছে। এর আগেও সে তন্ময় হোসেনকে সিএনজি চালানো শিখিয়েছে। মূলত ছিনতাইয়ের উদ্দেশ্যেই তন্ময়ের সাথে ছিনতাইকারী সখ্যতা গড়ে তোলে বলে ধারণা পরিবারের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ছিনতাইকারী চুয়াডাঙ্গা জেলার একজন ডাক্তারের গাড়ি চালক বলে জানা গেছে।