নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন।
শনিবার সকালে আশরাফপুর গ্রামের কারখানাপাড়ায় বুরহান উদ্দিন এর বাড়ির নিচ তলায় পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এই মহিলাকে বেশকিছুদিন ধরে গ্রামে ঘোরাঘুরি করতে দেখা যায় বলে দাবী করেছে গ্রামবাসীরা। তবে তার সম্পর্কে স্থানীয়রা বিস্তারিত কিছুই জানেনা। বুরহান উদ্দিনের পরিত্যক্ত ঘরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসীরা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।