মোঃ বিপ্লবঃ ‘ঘরে থাকুন’, ‘মাস্ক ব্যবহার করুন’, ‘নিরাপদ দূরত্ব মেনে চলুন’, ‘বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন’, এমনই সব সচেতনতামূলক বার্তাতে ফুটে উঠেছে কালো পিচের সড়কগুলো। হৃদয় কানন নামক একটি সংগঠন মেহেরপুর জেলার সড়কগুলো আলপনার দিয়ে রাঙিয়ে তোলার উদ্যোগে গ্রহণ করেছে।
শনিবার ভোর থেকেই সংগঠন এর সক্রিয় সদস্যবৃন্দ আলপনা অংকন শুরু করেছেন। আলপনায় তুলে আনা হয়েছে করোনার সচেতনতামূলক বার্তা। সেই সঙ্গে আঁকা হয়েছে অণুবীক্ষণ যন্ত্রের নিচে ধরা পড়া করোনাভাইরাসের চিত্রের ইলাস্ট্রেশন।
সম্প্রতি অফিস ও গণপরিবহন খুলে দেওয়ায় সড়কে মানুষের চাপ বাড়েছে। বাড়ছে ভাইরাসের সংক্রমণও। এই অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে মেহেরপুর জেলার বিভিন্ন সড়কে চিত্রাঙ্কন ও সচেতনতামূলক নানা বার্তা লেখার কাজ শুরু করেছে হৃদয় কানন নামক সংগঠনটি।
সংগঠন এর উপদেষ্টা মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সংগঠন এর সভাপতি সাজিদ রহমান, সহসভাপতি নাফিস ফুয়াদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর শেখ মান্ন, ক্রীড়া সম্পাদক নোমান মাদ্রিদ ও সাংস্কৃতিক সম্পাদক রহমত সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সামাজিকদূরত্ব মেনে আজ ভোরবেলা থেকেই এ কার্যক্রম শুরু করেছেন।
সংগঠনটির এই কার্যক্রমে সড়কে চলা মানুষ অনেকটাই সচেতন হবে বলে মনে করছেন স্থানীয় সুধীজনেরা।