মেহেরপুরের সাপের কামড়ে এক গৃহবধূ মারা গেছেন । সোমবার ভোররাতে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন এর আড়পাড়া গ্রামের বাজারপাড়া মসজিদের মোয়াজ্জেন খলিল হোসেনের স্ত্রী নাজেরা খাতুন নামের এই গৃহবধূ সাপের কামড়ে মৃত্যু বরণ করেন।
স্থানীয়রা জানান, রবিবার দিনগত মধ্যরাতে নাজেরা খাতুনকে বিষধর সাপে কামড় দিলে চিৎকার শুরু করেন। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে নেয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।