সেলিম মাহমুদ,স্টাফ রিপোর্টারঃ আজ শনিবার(১৭ই ডিসেম্বর)মেহেরপুর সদর উপজেলা কুলবাডিয়া গ্রামে একটি লিচু বাগানে শাহানারা খাতুন(৪০)নামে এক মহিলার লাশ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম।
জানা যায়, শাহানারা খাতুন গাংনী উপজেলা সহগলপুর গ্রামের মৃত্যু রহিদুল ইসলামের স্ত্রী। গতকাল শুক্রবার বিকেলের দিকে শাহানারা খাতুন তার নিজ পিতৃভবন আলমপুর (উত্তরপাড়া) উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।
সকালে স্থানীয় কৃষকেরা মাঠের উদ্দেশ্যে বাহির হলে স্থানীয় একটি লিচু বাগানে একটি লাশ দেখতে পান। লাশ দেখে এলাকা বাসীকে ডাকাডাকি করা হয়।স্থানীয়রা মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দিলে লাশটি মেহেরপুর সদর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মেহেরপুর সদর থানার তদন্ত পুলিশ অফিসার(ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, স্থানীয়দের কল পেয়ে ঘটনা স্থানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা কান্ড। মহিলার শরীরে ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা জেনালের হাসপাতালে পাঠানো হয়েছে।