মেহের আলী বাচ্চু: বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে সাহারবাটী আদর্শ ক্লাব। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে সাহারবাটী গ্রামের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ নির্দেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেসাদুল ইসলাম তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রায়হানুর জামান (নীরব)।
রায়হানুর জামান বলেন, এর আগে করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত ছুটির সময় কর্মহীন অসহায় জনতার পাশে দাঁড়ায় ছাত্রলীগ। হ্যান্ড স্যানিটাইজার, খাবারসহ নানা সহযোগিতা করে জনগণের ঘরে ঘরে আস্থার বার্তা ছড়িয়ে দিয়েছি আমরা। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবরের পরপরই সাধারণ জনগণের সুরক্ষায় মেহেরপুরের বিভিন্ন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করা হয়। পরে দেশে করোনাভাইরাস ধরা পড়ার পরে সরকারের নির্দেশে জনসমাগম থেকে বিরত থাকার আহবান জানানো হয়। হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে খাদ্য সহযোগিতা দেয়া শুরু করে ছাত্রলীগ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাহারবাটী আদর্শ ক্লাবের সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোমিন আহমেদ, সহ সভাপতি জিহাদ শেখ আরও উপস্থিত ছিলেন সাহারবাটী আদর্শ ক্লাবের সকল সদস্যবৃন্দ।