মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনিকে বিদায় সংবর্ধনা জানিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব। সোমবার সকালে মুজিবনগর পর্যটন মোটেলে এ সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।
উপজেলা অফিসার্স ক্লাবের সহ-সভাপতি ও উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খানের সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকারের সন্চালনায় ইউএনও ওসমান গনিকে প্রধান অতিথি হিসেবে এ বিদায় সংবর্ধনা জানানো হয়।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।