গাংনী প্রতিনিধিঃ ১৬ এপ্রিল, ২০২০ খ্রি. প্রতিষ্ঠিত হয় বন্ধন। দেশের করোনা পরিস্থিতিতে সময়ের প্রয়োজনে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। মানবসেবা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা এই সংগঠনের মূল উদ্দেশ্য।
সংগঠনটির পরিচালক গাংনী উপজেলার সন্তান মোঃ আব্দুস সামাদ সোহাগ। শিক্ষা জীবন শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সাফল্যের সাথে প্রথম শ্রেণিতে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখন একটি কলেজের প্রভাষক হিসেবে ঢাকাতে চাকরি করছেন।
সংগঠনটির পরিচালক বলেন, বন্ধব গাংনী উপজেলা ভিত্তিক স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন। আমাদের সব কিছুর জন্য একটা প্লাটফর্ম প্রয়োজন। বন্ধন একটা প্লাটফর্ম। এখানে দাড়িয়ে আমরা গাংনী উপজেলার অসহায় মানুষের জন্য কিছু করতে চাই। আমরা ইতোমধ্যে বেশ কিছু অসহায় মানুষের পাশে দাড়াতে চেষ্টা করেছি। আগামীতে বড় পরিসরে গাংনীর মানুষদের জন্য ভালো কিছু করতে চাই। শুধু ত্রান কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধতা নয় আমরা পুরো সমাজের উন্নয়নমূলক বেশ কিছু কাজ হাতে নিয়েছি। পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবো।
আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক রয়েছে অনেক। তারা নিঃস্বার্থভাবে কাজ করছে। আমাদের সংগঠনের অন্যতম স্বেচ্ছাসেবক আরিফুল ইসলাম, অলিক রহমান, শাজাহান আলী , আবির হামজা,ওয়ালিদ আল জাবির প্লাবন, আসিফ ইকবাল অনিক, বাপ্পি। তারা ঝড় বৃষ্টি, রোদ উপেক্ষা করে সকল ইউনিয়নে কাজ করছে।
আমরা এমন স্বচ্ছতার সাথে কাজ করতে চাই যেন বন্ধন একটা বিশ্বাস ও আস্থার প্রতীক হয়। বন্ধন হবে একটা বিশ্বাসের নাম। বন্ধন মানুষের ভালোবাসায় এগিয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা।