সেলিম মাহমুদঃ ভারি বর্ষণের কারণে প্লাবিত হয়েছে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের প্রধান সড়ক। এতে করে চলাচলের ব্যঘাত ঘটায় ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। প্রধান সড়ক ছাড়াও অন্যান্য সড়ক ও দোকানপাটের সামনে জমেছে হাটু জল।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে ড্রেন থাকলে এমন ভোগান্তি থেকে মুক্তি পওয়া যেত।
এলাকার ব্যবসায়ী জামানুর রহমান বলেন, ড্রেনের ব্যাবস্থা না থাকলে রাস্তাটাও খুব দ্রুত নষ্ট হবে। এতে করে আমাদের ভোগান্তি আরও বাড়তে।
মুদি ব্যবসায়ী আবুতালেব বলেন, এটি দীর্ঘ দিনের সমস্যা। অনেকবার একটি ড্রেন করার অনুরোধ করা হলেও তা আজও তা কার্যকর হয়নি। তাই আমরা উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি, যেন তারা এ বিষয়ে নজর দেন।
ইউপি সদস্য মহব্বত আলী বলেন, ড্রেনের ব্যবস্থা হলেই এ সমস্যার সমাধান আসবে। আমরা এখানে অতি দ্রুত এখানে ড্রেন করার চেষ্টা করবো।
কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, এর আগেও আমি এখানে ড্রেনের জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু এই ড্রেনটি বাস্তবায়নে বড় প্রকল্পের দরকার। আমরা ড্রেন বাস্তবায়নের জন্য বড় প্রকল্পের দাবিও জানিয়েছি। ড্রেনের ব্যাবস্থা করতে পারলে জনগনের ভোগান্তি দূর হবে বলে আশা করা যায়। আমরা যতদ্রুত সম্ভব এই এলাকায় ড্রেন বাস্তবায়ন করবো।