মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ বঙ্গমাতা শালিকা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় বুড়িপোতা ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সদর উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছ।
শনিবার বিকালে গোভিপুর মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনালে কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে শালিকা সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এদিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনালে শালিকা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।