সেলিম মাহমুদ,স্টাফ রিপোর্টারঃ আজ শনিবার(২৪ডিসেম্বর)রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ভোর থেকেই ৬৪ জেলা থেকে দলের বিভিন্ন নেতা কর্মী শাহবাগ পল্টন রমনাপার্ক ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে ভিড় করতে শুরু করে। একপর্যায়ে সকল ৭টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গেট খুলে দেওয়া হয়।
নেতাকর্মীদের পদচারণায় সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০ঘটিকার সময় শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন।
প্রথম অধিবেশন দুপুরের নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে নামাজের বিরতি ও দুপুরের ভোজ শেষ করে বিকেল ৩ঘটিকায় কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে। এই অধিবেশনে দলের আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।