নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের মেহেরপুর সদর উপজেলা শাখার কমিটি গঠন হয়েছে। রবিবার বিকাল সাড়ে চারটার সময় সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব অনিক আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।
মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রনেতা তানমুনকে সভাপতি ও সাকিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে নব গঠিত এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
এছাড়া আব্রিন আহমেদ, শিলন রেজা ও মাইনুল হাসানকে সহ-সভাপতি, শিশির কুমার, নাহিদ হোসাইন ও ওয়াসিম সাজ্জাদ লিখনকে সহ সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান, সোহেল খান ও গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক, শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে দপ্তর সম্পাদক, তানভির হাসান জয়কে প্রচার সম্পাদক হিসেবে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।