ডেস্ক রিপোর্ট: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এবং তার দল ডেমোক্র্যাট পার্টি এলডিপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। দ্রুত পদত্যাগ পত্র জমা দেবেন বলেও জানিয়েছেন অ্যাবে। খবর সময় সংবাদের।
সময় সংবাদের প্রতিবেদন সূত্রে জানা যায়, দীর্ঘ আট বছর ধরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে সম্প্রতি কয়েকবার হাসপাতালে নেয়ার পরপরই গুঞ্জনের ডানপালা মেলে। জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যাচাই করতে হাসপাতালে গেছেন জাপানের প্রধানমন্ত্রী।
যদিও তার ক্ষমতাসীন দল ডেমোক্র্যোট পার্টি -এলডিপি’র পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাবে বর্তমান অনেকটাই সুস্থ।
তবে, একবার সাত ঘণ্টার বেশি সময় হাসপাতালে কাটানোর ফলে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তার রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।