মোঃ বিপ্লব রেজাঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের নির্দেশে মেহেরপুরের মুজিবনগরের প্রধান সড়কের নির্মান কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আতাউল গনি। শনিবার মুজিবনগরে এই সড়ক পরিদর্শনে যান তিনি।
গত শুক্রবার মুজিবনগর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ওমর খৈয়াম উষা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুজিবনগরের সড়কের নির্মান কাজ নিম্ন মানের বলে অভিযোগ করে মাননীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগ দৃষ্টিগোচর হলে তা আমলে নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। সাথে সাথে জেলা প্রশাসককে নির্দেশ দেন রাস্তার নির্মান কাজ পর্যবেক্ষণ করার।
বিষয়টি নজরে আনায় মুজিবনগর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষকে কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
কাজের মান যাচাইয়ের জন্য টেকনিক্যাল কমিটি গঠন করা হবে বলে জানান জেলা প্রশাসক আতাউল গনি।
এসময় সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও ঠিকাদার উপস্থিত ছিলেন।