নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনীর সুন্দরী হত্যার রহস্য উদঘাটন করায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী কে পুরস্কার দিয়েছে মেহেরপুর পুলিশ সুপার।
বুধবার বিকালে জেলা পুলিশ লাইন এ অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুরুষ্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পুলিশ সুপার পদমর্যাদা), অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম প্রমুখ।
উল্লেখ্য, জমি বিক্রির টাকা কে কেন্দ্র করে এবং পারিবারিক কলহের জের ধরে খুন হয় গাংনী উপজেলার বামন্দীর সুন্দরী খাতুন। গুরুতর আহত হয় তার স্বামী রুস্তম আলী। সুন্দরী খাতুনকে হত্যা করে আহত রুস্তুম আলীর ভাতিজা জামিরুল ইসলাম ও তার এক সহকারী। গত ২৮ শে মে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দি থেকে সুন্দরী নামের এক পরিচ্ছন্ন কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ এবং সেই সাথে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তার স্বামী রুস্তম আলীকে।