গাংনীঃ মেহেরপুরের গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিকসহ তিনজনের উপর নৃশংস হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে এগারটার দিকে বন্ধ রেখে এ মানববন্ধনে অংশ নেয় গাংনী বাজারের ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী বাজারের ব্যবসায়ী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু।
প্রসঙ্গত শনিবার দুপুরে গাংনী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হাফিজুর রহমান মানিক ও তার ছেলে এবং আরেক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায় বস্ত্র ব্যবসায়ী হেলাল ও তার ভাই বেলাল। আহত তিনজন হাসপাতালে ভর্তি আছেন।