ডেস্ক রিপোর্টঃ মেহেরপুরের গাংনী উপজেলা জামায়েত ইসলামের আমির ডাক্তার রবিউল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবির ওসি মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে আটক করে রবিউলকে।
আটক রবিউল ইসলাম গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের (কড়ুইগাছি) বড় বামন্দী গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি মোঃ জুলফিকার আলী জানান, চলতি বছরের ২২ মার্চ দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে জামায়াতের নেতা-কর্মীরা এক জায়গায় জড়াে হয়ে নাশকতার লক্ষে গােপন বৈঠক করছিল। ওই ঘটনায় গত ২৩ মার্চ মেহেরপুর সদর থানায় জামায়াত নেতা রবিউল ইসলামের নামে একটি নাশকতার মামলা হয়। মামলা নং-২৭। মামলার সে ৯নং আসামী। মামলার পর তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাংনী থানা এলাকা থেকে আটক করা হয়।