গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর এলাঙ্গীতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকেলে গাংনী থানা পুলিশের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মোঃ হেমায়েত আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী থানার ওসি (তদন্ত) মো: সাজেদুর রহমান, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান গোলাম সাকলাইন, রাইপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবু সাহীদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আ: জাব্বার, ইউপি সদস্য বকুল, সাবেক ইউপি সদস্য আঃ হান্নান।
এসময় বিট পুলিশিং এর সদস্যরা উপস্থিত ছিলেন।