গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় খাদিজা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল আটটার দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। নিহত খাদিজা খাতুন গাংনী উপজেলার আকুবপুর গ্রামের সেলিম হোসেনের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সেলিমের বাড়ি মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক নিকটবর্তী। ঘটনার সময় শিশু খাদিজা খাতুন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসের নম্বর সংগ্রহ করা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে।