গাংনী প্রতিনিধি:
গাংনীতে সড়ক দূর্ঘটনায় মেসডা সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মকবুল আহমেদ ও আক্তারুজ্জামানের সড়ক দূর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ট্রাক চালকের বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও শোক র্যালি করেছে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা)। বুধবার সকাল ১১ টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী শহরের বাসস্ট্যান্ড মোড়ে এ শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী মেডিকেল কলেজ মেসডার সভাপতি কমল হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মেসডা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইয়াছির আরাফাত, সাবেক সভাপতি জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিন হোসেন, ঢাকা কলেজ শাখার সভাপতি সাহাবুল শুভ, মেসডা সদস্য সোহেল রানা, জারাফাত, সাজু আহমেদ, তুষার ইমরান, সজল, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমি,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য,গত (২ আগষ্ট) রোববার গাংনী উপজেলার বামন্দী শহরে ট্রাকের ধাক্কায় নিহত হন এটিএন নিউজের টেকনিক্যাল বিভাগের সহকারী কর্মকর্তা মকবুল আহমেদ ও তার বন্ধু আক্তারুজ্জামান। তারা দু’জনই শিক্ষা জীবনে রাজশাহী বিদ্যালয়ের মেসডার সাবেক সভাপতি ছিলেন।