গাংনী প্রতিনিধি: জাতীয় সংসদের মেহেরপুর ও চুয়াডাঙ্গা নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা আখতার বানুর সাবেক পিএস ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ পারভেজ ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মাসুদ পারভেজ মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ-এর ছেলে। তিনি বর্তমানে গাংনী উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৮টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মাসুদ পারভেজ-এর চাচাতো ভাই ও মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, পারভেজ সন্ধ্যার দিকে গাংনীর বামন্দী শহরে তার মাহি ক্লিনিকে বসে ছিল । বসে থাকার এক পর্যায়ে সে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। তাৎক্ষনিক ভাবে তাকে ক্লিনিকেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে স্ট্রোকে মারা গেছে।
মাসুদ পাভেজ-এর জানাজা নামাজ বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে নিজ গ্রাম মহাম্মদপুরে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানায়।
এদিকে মাসুদ পারভেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।