গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গোলাপি খাতুন (৩৪) নামের ওই গৃহবধু মৃত্যু হয়। গোলাপী খাতুন গাংনী থানা পাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।
জানা গেছে, সোমবার রাতে গোলাপি খাতুন তার নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় মধ্যরাতে তাকে বিষধর সাপে কামড় দেয়। তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমের কারনে চারদিকে পানি রয়েছে। এ কারনে সাপেড় উপদ্রপ বেড়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম রিয়াজুল আলম বলেন, গোলাপী খাতুনের শারীরিক অবস্থা বিবেচনায় সাপের কামড়ের বিষয়টি মাথায় রেখে এন্টি ভেনম দেওয়ার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফারের সিদ্ধান্ত হয়। আমাদের রেফার্ড করার প্রক্রিয়া চলাকালিন সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।