গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ঈদের দিন ভোররাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট শুকুরকান্দি মাঠের কাছে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার আলা উদ্দীন জানান, ঈদের দিন ভোর রাতে ব্যবসার জন্য দই কিনতে খলিশাকুন্ডি যাওয়ার পথে বাওট শুকুরকান্দি মাঠের কাছে সড়কে গাছ ফেলে তাদের অটো অবরোধ করে। রাস্তার দু পাশে লুকিয়ে থাকা ৬-৭ জনের ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে আলা উদ্দীনের কাছে থাকা ৮ হাজার ৩ শত টাকা ছিনতায় করে নেয়। এ সময় ওই ডাকাত দল একটি ট্রাকেও ভাংচুর ও ডাকাতি চালায় বলে জানান তিনি। পরে খলিশাকুন্ডি চেক পোস্টে দায়িত্বে থাকা বামন্দি পুলিশ ফাঁড়ির সহাকারী উপ-পরিদর্শক হেলাল উদ্দীন তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
ডাকাতির শিকার আলা উদ্দীন গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে আমজাদ আলীর ছেলে।
বামন্দি পুলিশ ফাঁড়ির এ এস আই হেলাল উদ্দীন বলেন, বিষয়টি শোনার পরে সংগীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। তবে সময় মত পৌছাতে না পারলে অনেক ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।
কুমারডাঙ্গা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আঃ আলীম জানান, করোনা ভাইরাসের কারনে ও স্টাফ সংকটের জন্য উর্ধতন কর্মকর্তার পরামর্শে শুকুরকান্দি এলাকার টহল বেশ কিছু দিন বন্ধ আছে। এমন অনাকাঙ্খিত ঘটনায় আবারো টহল জোরদার করা হবে।