গাংনীঃ মেহেরপুরের গাংনীতে এক বৃদ্ধা গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মহিতন নেছা (৬৫) নামের ওই বৃদ্ধা সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ছাতিয়ান গ্রামে নিজ ঘরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। মহিতন নেছা ছাতিয়ান গ্রামের মধ্যপাড়া ওমর আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, মহিতনের সন্তানরা ঠিকমত দেখা শোনা করে না। যার কারণে অভিমানে সে আত্মহত্যা করেছে। মহিতনের জামাতা আবুল কাশেম মাস্টার জানান, আমার শ্বাশুড়ি শারীরিকভাবে অসুস্থ ছিল। যার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাংনী থানা সূত্র জানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।