এস এম তারেক, গাংনীঃ মেহেরপুরের গাংনীতে বিশ্ব ভােক্তা-অধিকার দিবস উপলক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সােমবার সকাল ১০টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমুখ। এ সময় উপজেলার ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।