স্টাফ রিপোর্টার : মেহেরপুরের গাংনীতে বিজয় দিবস ও ভাটপাড়া মুক্ত দিবস উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি মেহেরপুরের গাংনীর ডিসি ইকোপার্কে স্মরণসভা ও পুস্পমাল্য অর্পন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মরণসভা আহবায়ক বীর মুক্তিযােদ্ধা গোলাম মোস্তফা। অনুষ্ঠান উদ্বোধন করেন লে: কর্নেল (অব:) বীর মুক্তিযােদ্ধা মকছুদুল হােসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব কবি আলকামা সিদ্দিকী। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারতের পশ্চিমবঙ্গের কবি-সাহিত্যক মূলচন্দন মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের কবি-গবেষক ও অনুবাদক মৌতম মিত্র,বাংলাদেশ কৃষি ব্যাংকের মহা ব্যবস্থাপক খালেকুজ্জামান জুয়েল,রাঙ্গামাটি জেলা জজ আদালতের সহকারি জজ মিল্টন হােসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম,কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা ও সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান। এসময় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযােদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল-আল-আমিন ধুমকেতু। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন গাংনী সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দীন,মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য তৌহিদ-মুর্শেদ অতুল বিশ্বাস ও নওয়াপাড়া নবীনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সাবেক ফুটবলার তানজিদুর রহমান মুক্তি।
© 2023 Meherpur TV - All Rights Reserved. Powered by Network71.
© 2023 Meherpur TV - All Rights Reserved. Powered by Network71.