গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল রাইড শেয়ারিং”চলো” এর উদ্বোধন করা হয়েছে। সোমবার গাংনীর বাস স্ট্যান্ড রেজাউল চত্বরে “চলো” রাইড শেয়ারিং এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
“চলো” রাইড শেয়ারিং এর সিইও তোতা’র সভাপতিত্বে ও আরটিভি’র জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও গাংনী মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন “চলো” এর পরিচালক বিপুল হোসেন। এ সময় ফাউন্ডার মেম্বর শাকিল জিয়া আলী কদর ও মোফাজ্জল হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।