গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন বন্ধনের অনলাইন গানের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অনলাইনে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধনের পরিচালক আব্দুস সামাদ সোহাগ।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে এম আর হেলাল। ২য় ও ৩য় স্থান অধিকার করেছে যথাক্রমে এস আর সুমন ও রজিবুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধনের অন্যতম সংগঠক আরিফুল ইসলাম সোবাহান, অলিকুর রহমান, শাহজাহান আলী, ওয়ালিদ আল জাবির প্লাবন, সাইফ হাসান কৌশিক, আসিফ ইকবাল অনিক, তপু রায়হান রবিন প্রমুখ।