স্টাফ রিপোর্টারঃ মেহেরপুরের গাংনীতে ফ্রেন্ডস মাকেটিং কর্পোরেশন এন্ড মোশারেফ স্টোর কাস্টমার কনফারেন্স ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে গাংনী চৌওগাছা পূর্বপাড়ায় অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোশারেফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম পি পি সুপার ইলেট্রিকের পরিচালক নাসির হোসেন হৃদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিজিটাল কেবলস ঢাকা এর পরিচালক রাজিব ঘোষ, নূর এন্টার প্রাইজ এর পরিচালক আশেকে রাসুল মহিউদ্দিন, খান হার্ডওয়ার এন্ড টুলস এর পরিচালক শাহবুল উদ্দিন, টেলিভিউ ইলেক্ট্রনিক্স এর পরিচালক এলাহি বক্স, অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ইয়াসিন আলী প্রমুখ।
এসময় মেহেরপুর জেলার ভিবিন্ন ইলেক্ট্রনিক ও হার্ডওয়ার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সৌজন্যে এম পি পি সুপার ইলেট্রিক, বি ডি এস কেবলস, কাবা ইলেট্রিক কোম্পানি।