গাংনীঃ মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে প্রতিবেশীদের হামলায় কাজল রেখা নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়ে গাংনী হাসপাতালে ভর্তি রয়েছেন । তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। গত শনিবার রাতে গাড়াবাড়ীয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
জানা যয়, গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের জিন্দার আলীর স্ত্রী কাজল রেখার (২৫) এর সাথে প্রতিবেশী নাজমুল ও আজমাইনের সাথে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পযার্য়ে নাজমুল ও আজমাইন দেশীয় অস্ত্র দিয়ে জখম করে করে গৃহবধূ কাজল রেখাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অবস্থা বেগতিক দেখে কাজল রেখার স্বামী জিন্দার আলীকে আসামী করে নাজমুলরা একটি অভিযোগ দায়ের করে গাংনী থানায় ।
গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বজলুর রহমান জানান, গত শনিবার রাতে আজমাইন ও জিন্দার আলী পক্ষের লোকজনের সঙ্গে মতবিরোধ থেকে মারামারিতে রুপ নেয়। এঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এঘটনায় উভয় পক্ষই মামলা করতে পারে। ইতিমধ্যেই একটি অভিযোগে জিন্দার আলীকে আটক করা হয়েছে। তাদেরও আটক করা হবে।