সেলিম মাহমুদ: মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ও করোনার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে গাংনী পৌর আওয়ামীলীগ।
মঙ্গলবার বেলা ১১টার সময় গাংনী শহরের বিভিন্ন দোকানপাট ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। এই সময় সাধারণ জনগণের উদ্দেশ্যে করোনা প্রতিরোধ সম্পর্কে ধারণা ও সচেতনা মূলক বক্তব্য ও আসন্ন পৌরসভা নির্বাচন প্রচারণা লিফলেট বিতরণ করা হয়।
এসময় আসন্ন পৌর নির্বাচন নিয়ে আনারুল ইসলাম বাবু বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশে মানুষের সেবায় রাজনীতি করি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক এম.এ খালেকের ভালোবাসা ও পরামর্শে কাজ করে যাচ্ছি। যে কারণে আমি নৌকা প্রতিকের জন্য আশাবাদী। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দেন তবে নৌকার মর্যাদা ও জনগণের সেবায় আপ্রাণ চেষ্টা করব।
এই সময় পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু সহ পৌর আওয়ামী লীগের সকল নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।