গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লিলুফা খাতুন (২) নামের ওই শিশু উপজেলার হাঙ্গাভাঙ্গা পশ্চিমপাড়ার মিন্টু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, লিলুফা খাতুন বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর সবার চোখের আড়াল হয়ে যায় লিলুফা। প্রায়ই ৩ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে লাশ উদ্ধার করা হয়।
পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানবশত পুকুরে পড়ে মারা গিয়েছে বলে ধারনা করছে শিশুটির পরিবার। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।