গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। বুধবার ভোরে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধ উপজেলার মটমুড়া ইউনিয়নের কামারখালী গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে আমজাদ হোসেন (৭০)।
নিহতের ছেলে আশাবুদ্দিন জানান, মঙ্গলবার থেকে আমার বাবাকে খুঁজে না পাওয়ায় আমি স্থানীয় পুলিশ ক্যাম্পে একটি মৌখিক অভিযোগ করি। আজ ভোরে আমার বাবার লাশ পুকুরে ভাসতে দেখি।
নিহত আমজাদ হোসেনের মৃগীরোগ ছিল। পুকুরে গোসল করতে গিয়ে ডুবে গেছে বলে ধারনা করছে আমজাদ হোসেনের ছেলে।
গাংনী থানার ওসি মোঃ ওবাইদুর রহমান জানান,আমজাদ হোসেন পানিতে ডুবে মারা যাওয়ায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।