গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হবে বলে জানান ফাউন্ডেশনের সদস্যরা।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, করোনা মহামারীতে বিপর্যস্ত সারা দেশ। কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। এসব কর্মহীন মানুষের ঈদ উদযাপন কঠিন হয়ে পড়বে। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই কর্মহীন এসব মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছে সংগঠনটি।
নুরুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ এসএম নাজমুল হক জানান, নুরুল হক ফাউন্ডেশন সাধারণ মানুষের ফাউন্ডেশন। মানুষের বিপদে নুরুল হক ফাউন্ডেশন পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকার প্রত্যয়ে নুরুল হক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
ঈদ পরবর্তী সময়ে করোনা মোকাবেলায় সকলের পাশে থাকবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, নরুল হক মেহেরপুর-২ (গাংনী) আসনের দু-বারের নির্বাচিত সংসদ সদস্য এবং গাংনী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।