মেহেরপুর টিভি: মেহেরপুরের গাংনীতে নতুন করে ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন।
আক্রান্তরা হলেন, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের রিয়াজুদ্দীন (৬৫), একই গ্রামের কাবিরুল ইসলাম (২৪), হিজলবাড়িয়া গ্রামের বানুয়ারা খাতুন (৩৮) ও গোপালনগর গ্রামের আশিক এলাহির (৩৬) করোনা পজেটিভ হয়েছে।
সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, শুক্রবার সন্ধা সাড়ে ৮টা নাগাদ জেলার ১৯ টি নমুনার রিপোর্ট আসে যেখানে চারজনের করোনা পজেটিভ হয়েছে। বাকী ১৫ টি নমুনা নেগেটিভ।
আক্রান্তদের কন্ট্রাক্ট ট্রেসিং করে প্রয়োজনীয় ব্যবস্থ্যা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম।
শুক্রবার পর্যন্ত মেহেরপুর জেলায় ১৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছে এবং ৫ জন সুস্থ হয়েছে।