গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে এক দাত তুলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে উপজেলার ছাতিয়ান গ্রামে নাসির উদ্দীন শেখ (৫৫) নামের ওই নিজ বাড়িতে মারা যায়। সে ছাতিয়ান গ্রামের মৃত মহির উদ্দীন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, নাসির উদ্দীন শেখ গত কয়েকদিন আগে দাঁতে যন্ত্রণা অনুভব করেন। এসময় সে চিকিৎসা নিতে উপজেলার বামন্দী শহরের মিজান ডেন্টালে যান। মিজান ডেন্টালের চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান তার ২টি দাঁত উঠিয়ে দেন। পরে তিনি বাড়িতে চলে যান। এর দু’দিন পর আবারো নাসিরের বাকি দাঁতগুলোতে যন্ত্রণা শুরু হয়। চিকিৎসা নিতে নাসির পূনরায় ওই ডাক্তারের কাছে যান। ডাক্তার মিজানুর রহমান আবারো তার ৬টি দাঁত উঠিয়ে দেন। এর পর থেকে নাসিরের রক্ষক্ষরণ শুরু হয়। পরে তাকে রক্ত দেয়া হয়। রোববার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়। হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে মারা যান।
এদিকে রোগী মারা যাওয়ার খবর শুনে ডাক্তার মিজানুর রহমান গাঁ ঢাকা দিয়েছেন। এ বিষয়ে ডাক্তার মিজানুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করা হলে,তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান রোগী মারা যাওয়ার খবর শুনেছি। এবিষয়ে বিস্তারিত খোজ খবর নেওয়া হচ্ছে।