গাংনী প্রতিনিধিঃ গাংনীর- পীরতলা থেকে নওদাপাড়া সড়ক নির্মান কাজের সাথে এসাসিয়েশনভুক্ত সকল ঠিকাদার সদস্যদের বিরুদ্ধে ঢালাও ভাবে সংবাদ পরিবেশন অনাকাঙ্খিত ও উদ্দেশ্য প্রনোদিত বলে দাবী করে সংবাদ সম্মেলন করেছেন গাংনী উপজেলা ঠিকাদার এসোসিয়েশন।
রবিবার সন্ধায় গাংনী উপজেলা এসাসিয়েশনের অফিস কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংগঠনটি। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, এসাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মকলেচুর রহমান।
এসাসিয়েশনের দাবী, সঠিক মালামাল সংগ্রহ,দক্ষ শ্রমিক মিস্ত্রি দিয়ে কাজ করানোর পরেও আবহাওয়ার কারনে এবং পারিপার্শিক অসুবিধায় কাজের মান খারাপ হয়ে যেতে পারে। সাংবাদিক ও সংবাদ পত্রের দায়িত্ব ঘটনার সত্যতা তুলেধরা। নিম্ন মানের কাজের ব্যাপারে সংবাদ পত্রে তুলে ধরলে সেগুলো চিহ্নিত করে সংশোধন করতে সুবিধা হয়। তা তুলে ধরতে কয়েকটি নিউজ পোর্টালে মনগড়া তথ্য পরিবেশন করে স্থানীয় ঠিকাদরেদের ও প্রকৌশলীর মান ক্ষুণ্য করা হয়েছে।
লিখিত বক্তব্যে আরো জানানো হয়, আমরা যারা এসোসিয়েশন ভুক্ত ঠিকাদার রয়েছি তারা কখনই উপজেলা প্রকৌশলীকে কোন প্রকার অর্থ দেয়া হয়না, বরং তারা নিম্ন মানের কাজের সাথে আপোষ করতে নারাজ। এছাড়াও এলজিইডি’র কাজে জেলার র্নিবাহী প্রকৌশলী, কুষ্টিয়া জোনের প্রকৌশলীসহ উপ-সহকারি প্রকৌশলী কাজ তদারকি করে থাকেন।
সকল কর্মকর্তাকে ম্যানেজ করে মানহীন কাজ করা একজন ঠিকাদারের পক্ষে সম্ভব নয়। এছাড়াও বর্তমানে করোনা পরিস্থিতির কারনে ইট,পাথর,বিটুমিন,বালি ও লেবার খরচ বৃদ্ধি পেয়েছে। ফলে কাজ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে ঠিকাদার এসাসিয়েশনের উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, উপদেষ্টা ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক আকাশসহ এসাসিয়েশনের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।