গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী পৌর চাউল পট্টির তিনতলা ভবন নির্মাণ কাজ স্থগিত করেছে জেলা প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের প্রতিনিধি গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়ানুর রহমান এই নির্মান কাজ বন্ধের নির্দেশ দেন। এসময় পৌর মেয়র আশরাফুল ইসলাম নির্মান কাজ পরিদর্শন করছিলেন।
৩তলা ভবন নির্মাণের বিষয়ে জেলা প্রশাসনকে অবগত না করায় এই নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকদের তিনি জানান, এখানে যে নির্মাণ কাজ চলছে সে বিষয়ে প্রশাসন অবগত নয় তাই নিয়ম কানুন যাচাই করে পরবর্তিতে নির্মান কাজের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সে পর্যন্ত আপাতত এখানে চলমান কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলো।
পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, এখানে অনেকদিন ধরে সরকারি জায়গার উপর কোনরকম ভাড়া না দিয়ে যে যার ইচ্ছামত ব্যবসা করে আসছে। এতে সরকার তার রাজস্ব হারাচ্ছে। আমরা এখানে পুরাতন ভবন ভেঙ্গে নতুন করে ৩তলা ভবন নির্মানের জন্য দরপত্র আহবান করে ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করছি মাত্র।
মেয়র বলেন, আগের জেলা প্রশাসক মোঃ আতাউল গণির সাথে ভবন নির্মানের বিষয়ে কথা হয়েছে এবং দরখাস্ত বা যাবতীয় কাগজ পত্র দেওয়া হয়েছে। ঐ বিষয়টি নতুন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান হয়তো অবগত নন। এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করে পরবর্তিতে কাজ আরম্ভ করব।
প্রায় ১ কোটি ১২ লক্ষ ৪৩ হাজার ৩শ’৭১ টাকা চুক্তিতে কুষ্টিয়া মজমপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রোমানা কন্সট্রাকশন চলমান কাজটি বাস্তবায়ন করছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, সরকারি জায়গায় যে কোন স্থাপনা নির্মাণ করতে হলে সরকারকে অবগত করতে হবে। গাংনী চাল পট্টিতে ভবন নির্মাণ বিষয়ে আমার কাছে কোন বার্তা বা খবর আসেনি। তাই আপাতত কাজটি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।