নিজস্ব প্রতিবেদক: বাঁশঝাড়, পাটকাঠির বেড়া, কলা বাগান ও বিভিন্ন গাছপালা দিয়ে ঘেরা দুলালের বসত বাড়ি সংলগ্ন জমি। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভিতরে কি চলছে। ভিতরে প্রায় এক বিঘা জমির উপর গাঁজার চাষ করছেন দুলাল। বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার মটমুড়া গ্রামের একটি জমি থেকে থেকে দুই শতাধিক গাজার গাছ উদ্ধার করে ধ্বংস করে গাংনী থানা পুলিশ ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুলালের বাড়ি ও বাগান ঘিরে রাখে গাংনী থানা পুলিশের একটি টিম। টের পেয়ে দুলাল পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাঁজার বাগান ধ্বংস করেন।
পুলিশ সুপার মুরাদ আলী জানান, দুলালের বাড়ি সংলগ্ন প্রায় ১ বিঘা জমিতে গাঁজার চাষ হয়ে আসছে। বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভিতরের এই জমিতে কি হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত থেকে ঘটনাস্থলটি ঘিরে রাখে। দুলাল পালিয়ে গেলেও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার পরিবারের লোকজন দুলালের সাথে গাজার চাষাবাদে এতে যুক্ত আছে বলে আমরা সন্দেহ করছি। এ বিষয়ে কে কতটুকু জড়িত আছে তা খতিয়ে দেখা হবে।
জানা গেছে, দুলাল মটমুড়া গ্রামের কাশেমের ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী।