গাংনী প্রতিনিধিঃ সরকারী নিদের্শনা বাস্তবায়নে করণীয় নির্ধারণে মেহেরপুরের গাংনী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি ওবাইদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সাদিয়া সুলতানাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আইন বাস্তবায়নে সরকারী সেবা প্রত্যাশীদের অবশ্যই মাস্কসহ সাম্প্রতিক সময়ে করোনা প্রতিরোধে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধির পরামর্শ গুলো মেনে চলতে হবে। সরকারের নেওয়া স্বাস্থ্য বিধি গুলো না মানলে সরকারী সেবা প্রদান করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় এ কমিটির সভায়।