গাংনী প্রতিনিধিঃ করোনা উপসর্গ নিয়ে মেহেরপুরের গাংনীর এক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। রোববার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে আপেল হোসেন (৩২) নামের ওই ব্যাক্তি মারা যায়।
গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ভূষিমাল ব্যবসায়ী আপেল হোসেন সাহারবাটি গ্রামের চারচারা পাড়ার আব্দুল মতিনের ছেলে। তার নমুনা সংগ্রহ করে পিসিআর পরিক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম রিয়াজুল আলম।
তার পারিবারিক সুত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন আপেল। শনিবার রাতে শারীরিক অবস্থা খারাপ হলে আপেলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে হাসপাতাল কর্র্র্র্তৃপক্ষ। ভোরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকার একটি হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।