গাংনী প্রতিনিধিঃ গাংনীতে করোনা রোগীদের বাড়িতে খাবার পৌছে দিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামে লক ডাউনে থাকা পরিবারদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে সামাজিক দুরুত্ব বজায় রেখে ভুক্তখোগীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। সেই সাথে লকডাউনে থাকা পরিবারের সাথে সহনশীল আচরন করার পরামর্শ দেন প্রতিবেশীদের।
সদ্য যোগদানকারি উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, গাংনীতে করোনা রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। তা শুধুমাত্র সচেতনতার অভাব। বিনা কারনে দোকান বাজারে অযথা ঘোরাফেরা না করার অনুরোধ জনান গাংনী বাসিকে।