গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে এক বৃদ্ধ’র মৃতদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। রোববার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের মাঠপাড়ার গোরস্থানের পাশ থেকে পালান বিশ্বাস (৭০) নামের ঐ বৃদ্ধ’র লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা গোরস্থানের পাশে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত পালান বিশ্বাস উপজেলার চর গোয়াল গ্রামের মালিথা পাড়ার মৃত আকুল বিশ্বাসের ছেলে। তবে এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।