গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদ আজাদকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। সোমবার ভোরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুস সামাদ আজাদ ধানখোলা ইউপির কসবা মোল্লাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তার নামে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় মানব পাচারের অভিযোগে মামলা রয়েছে। লিবিয়ায় অপহরণকারীদের গুলিতে ২৬ বাংলাদেশী নিহতের ঘটনায় মানবপাচারের সাথে আব্দুস সামাদের জড়িত থাকার সন্দেহ রয়েছে।
সিআইডির ওসি হাসান ইমাম জানান, আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদ ভোলাডাঙ্গায় তার শশুরবাড়িতে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা এবং ১১ জন বাংলাদেশিকে জখম করে লিবিয়ায় অবস্থান করা মানব পাচারকারী চক্রের সদস্যরা।