গাংনী প্রতিনিধিঃ অভিমান করে বাড়ি ছেড়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের করোনা রোগী আলামানি হোসেন । প্রতিবেশীদের অবজ্ঞার কারণে রবিবার ভোরে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায় আলামিন। পরে তার পরিবারের লোকজন তাকে খুজে বের করে। আলামিন হোসেন বর্তমানে সাহারবাটি ইবাদতখানা মাধ্যমিক বিদ্যালয়ে আইসোলেশনে আছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রিয়াজুল আলম বলেন, করোনা আক্রান্ত ব্যাক্তি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার খবর আমি শুনেছি। তার পরিবারের মাধ্যমে তাকে খুজে বের করে একটি মাধ্যমিক বিদ্যালয়ে আইসোলেশনে রাখা হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, আক্রান্ত ব্যাক্তির সাথে কেউ অমানবিক আচরণ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ রয়েছে। করোনা আক্রান্তদের সাথে পরিবার ও প্রতিবেশীদের মানবিক আচরণের অনুরোধ জানান।