নিজস্ব প্রতিবেদক: করোনা মুক্ত হয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। পাশাপাশি করোনা ভাইরাস থেকে মুক্ত তার পরিবারের সকলেই। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৩ আগস্ট করোনা আক্রান্ত হয় এমপি সাহিদুজ্জামান খোকন। একই দিন তার পরিবারে তাঁর স্ত্রী লাইলা আরজুমান, ছেলে সাদিউজ্জামান সাইফ, সামিউজ্জামান সামি করোনা আক্রান্ত হয়। পরিবারের সদস্য ছাড়াও তাঁর ব্যাক্তিগত গাড়িচালক শামীম পারভেজ, পিএস সবুজ আহমেদ, সহকারি রাশেদ রাইহান করোনায় আক্রান্ত হন। সকলেই করোনামুক্ত হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম।