নিজস্ব প্রতিবেদক: করোনা আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম বাবলু (৫৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাবলু স্টুডিও’র সত্বাধিকারী রফিকুল ইসলাম বাবলু মেহেরপুর বড় বাজার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
গত ৭ আগস্ট বাবলু আরটি-পিসিআর পরীক্ষায় করোনা পজেটিভ হন। এসময় তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১২ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রফিকুল ইসলাম বাবলু’র পরিবার সূত্রে জানা যায়, সে পেশায় একজন স্টুডিও ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ নানা রোগে আক্রান্ত ছিলো।
মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন জানান, স্বাস্থ্যবিধি মেনে রফিকুল ইসলাম বাবলু’র দাফন কাফন করবে ইসলামি ফাউন্ডেশন কর্মীরা।