গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রশিদা বেগম (৬০) করোনায় আক্রান্ত ছিলেন। বুধবার সন্ধায় জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত শনিবার করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান রশিদা বেগম। তিনি সম্প্রতি ঢাকা থেকে সর্দি-জ্বর নিয়ে বাড়িতে এসেছিলেন। সর্দি-জ্বর নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া ল্যাবে নিয়েছিল স্বাস্থ্য বিভাগ। বুধবার সন্ধ্যায় তার নমুনার ফলাফলে পজিটিভ দেখা দিয়েছে।
এ নিয়ে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হলো।