সোহেল রানা,কাথুলী প্রতিনিধিঃ ২৯ই ডিসেম্বর আসন্ন ১নং কাথুলী ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ডের(গাড়াবাড়িয়া) উপনির্বাচন।বিগত ২৭শে সেপ্টেম্বর গাড়াবাড়িয়া(২নং ওয়ার্ডের) ইউনিয়ন পরিষদ সদস্য(মেম্বার) আবু হানিফ ইন্তেকাল করেন।
এইজন্য ২নং ওয়ার্ডের আসন টি শুন্য হয়ে যায়।
আসন্ন ২৯ই ডিসেম্বর উক্ত ওয়ার্ডে পুন:রায় উপনির্বাচন ঘোষিত করা হয়।
তার ধারাবাহিকতায় উক্ত আসনে আবারো ৩জন পদপ্রার্থী হয়েছে।
১.মো: শাহারুল ইসলাম(ফুটবল)মার্কা
২.মো:মহব্বত আলী(তালা)মার্কা
৩.মো:জিনারুল ইসলাম(টিউবওয়েল) মার্কা।
ভোটের বাকি আর মাত্র ২দিন।
এইবারেই প্রথম ১নং কাথুলি ইউনিয়ন পরিষদে ২নং ওয়ার্ডের(গাড়াবাড়িয়া)আসনে উপনির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
এইজন্য আজ থেকেই ইভিএম এর মাধ্যমে কিভাবে ভোট দিতে হবে তার প্রশিক্ষণ শুরু হয়েছে।
এই প্রথম ইভিএম এ ভোট দেওয়ার আগ্রহে নিয়ে অনেকেই কিভাবে ভোট দেওয়া ও এর সচ্ছ ও সংক্ষিপ্ত সময়ে ভোট প্রদান প্রশিক্ষণ নিতে অনেকে কুতুবপুর স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন।
স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন,আমরা অনেক আগ্রহ নিয়ে ইভিএম ই কিভাবে ভোট দিতে হয় তার প্রশিক্ষণ নিতে এসেছি।আশা করছি সুক্ষ ও সহজ মাধ্যমে আমরা ভোট দিতে পারবো।