নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামকে বিভক্ত করে ওয়ার্ড গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে আমঝুপি গ্রামের বাসিন্দারা এই মানববন্ধনে অংশগ্রহন করেন। এসময় তারা বিভিন্ন আবেগপূর্ণ স্লোগান দিতে থাকে।
মানববন্ধনে ঐতিহাসিক স্মৃতি বিজারিত আমঝুমি গ্রামের ভৌগলিক অখন্ডতা রক্ষার স্বার্থে গ্রামটিকে দুইভাগে ভাগ না করতে আহ্বান জানান বক্তারা। বক্তারা বলেন, আমঝুপি ইউপিকে বিভক্ত করে আমঝুপি ও শ্যামপুর ইউপিতে বিভক্ত করা হয়। এতে আমঝুপি গ্রামকে ওয়ার্ড না করে এ গ্রামের কিছু অংশ নিয়ে অন্য গ্রামের সাথে যুক্ত করে ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। ইতিহাসের সাক্ষী আমঝুপি গ্রামের একটি অংশকে বিচ্ছিন্ন করে ওয়ার্ড গঠনের তিব্র নিন্দা জানানো হয় মানববন্ধনে। আমঝুপিকে ভেঙে দুই ভগে ভাগ করা হলে গ্রামবাসী তা মেনে নেবে না বলেও হুশিয়ারী দেওয়া হয় মানবন্ধনে।
মানববন্ধনে নেতৃত্ব দেন আমঝুপি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাস্তুহারা লীগের সভাপতি আব্দুল মতিন বাবলু জম। এসময় সাবেক ইউপি সদস্য মোস্তাক রাজাসহ মো: মিঠন, রাজু আহমেদ, মো: আলী হোসেন, মো: ওমর ফারুক লিটক, মো: হৃদয়, মো: কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।